নাটোরে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ৮টি জেলায় একযোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নাটোরের শুকুলপট্টিস্থ সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সন্ধ্যা ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজশাহী বিভাগের ৮টি জেলায় একযোগে আয়োজিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক উৎসবে নাটোরের ১৪টি সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। সমবেত নৃত্য, একক ও সমবেত সঙ্গীত সহ আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর আয়োজনে অংশগ্রহণ করে মনোবীনা সংঘ, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, শমধারা, সা-রে-গা-মা, লোকজ বাংলা, জেলা লালন একাডেমি, সঙ্গীতাঙ্গন, সুরতীর্থ সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সুরের ছোঁয়া, ভোলামন বাউল সংগঠন, রূপসী বাংলা এবং নাটোর মিউজিক্যাল একাডেমি। অনুষ্ঠান শেষে সকল সংগঠনের প্রধানদের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়।
What's Your Reaction?