নাটোরে খড় বোঝাই নছিমনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

Nov 13, 2023 - 23:23
Nov 13, 2023 - 00:31
 0  79
নাটোরে খড় বোঝাই নছিমনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে খড় বোঝাই নছিমনে দুর্বৃত্তদের পেট্রোল বোমার আগুনে পুড়ে গেছে খড়। রোববার রাত ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার চাঁদপুর ডাকমারা এলাকায় এই বোমা নিক্ষেপ করা হয়। এতে নছিমনে বহন করা খড়সহ নছিমনের আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার রাত ১০ টার দিকে রাজশাহী থেকে খড় বোঝাই করে একটি নসিমন নাটোরে  দিকে আসার পথে সদর উপজেলার চাঁনপুর ডাকমারা এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে যাওয়ার সময় ওই নছিমন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে বলে জানান স্থানীয়রা। এতে নসিমনে বহন করা খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এসময় এলাকায় অবস্থানরত নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী ও এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে রাজশাহীর পুঠিয়া ফায়ার সার্ভিস ও পরে নাটোর থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যনরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ছাত্রলীগ সভাপতি ফরহাদ-বিন আজিজ বলেন, তিনি ঘটনাস্থল থেকে কয়েক'শ গজ দূরে সংগঠনের কয়েকজন কর্মীসহ এলাকার মানুষদের সাথে গল্প করছিলেন। এসময় নছিমনে আগুন জ্বলতে দেখে তারা সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নাটোর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

নাটোর ফায়ার স্টেশনের উপ সহকারি পরিচালক একেএম মুরশেদ বলেন, নাটোর থেকে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পুঠিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খড় বোঝাই একটি নছিমন গাড়ী রাজশাহীর দিক থেকে নাটোরের দিকে আসছিল। পথে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত গাড়ীতে পেট্রল বোমা ছুঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক