নাটোরে কবি ও সাংবাদিক সেলিমের উপর দুর্বৃত্তদের হামলা

নাটোর থেকে প্রকাশিত সম্পাদকের উপর দুর্বৃত্তদের হামলা

Apr 6, 2025 - 16:43
Apr 6, 2025 - 16:46
 0  9
নাটোরে কবি ও সাংবাদিক সেলিমের উপর দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক, নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও কবি সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার উপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।

সাজেদুল ইসলাম সেলিম জানান, আজ দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত সেলিমের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় সেলিমের মুঠোফোনটি সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়।  যাওয়ার সময় দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলে জানায় আহত সেলিম। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাত ভেঙে গেছে।

খবর পেয়ে নাটোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা সাজেদুল ইসলাম সেলিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক