নাটোর-২ আসনে মনোনয়নপত্র পেলেন এড. এম. মালেক শেখ

Nov 18, 2023 - 15:04
Nov 18, 2023 - 15:04
 0  111
নাটোর-২ আসনে মনোনয়নপত্র পেলেন এড. এম. মালেক শেখ
নাটোর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. এম. মালেক শেখ। ছবি: দৈনিক উত্তরপথ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন নাটোর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী এডভোকেট এম. মালেক শেখ। শনিবার দুপুর ১২টার দিকে তিনি নির্ধারিত ফি পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্রটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন মালেক শেখ।

এডভোকেট এম. মালেক শেখ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর পর দেশের বিভিন্ন জেলা থেকে আগত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রচণ্ড ভীড়ের মধ্যে দুপুর ১২টার দিকে তিনি টাকা জমা ‍দিয়ে মনোনয়নপত্র হাতে পান।

এডভোকেট এম. মালেক শেখ নাটোরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারের একজন সদস্য। তাঁর বড়ভাই নাটোর জেলা আওয়ামী লীগের অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী ক্লিন ইমেজের জননন্দিত নেতা এডভোকেট হানিফ আলী শেখ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হানিফ আলী শেখের সুযোগ্য উত্তরসুরী হিসেবে নাটোরের রাজনীতিতে এডভোকেট এম. মালেক শেখও অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশবিরোধী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সোচ্চার ক্লিন ইমেজের জননেতা হিসেবে রাজনীতি চালিয়ে আসছেন। 

এড. এম. মালেক শেখ বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক, ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নাটোর এর সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নাটোর এর সাধারণ সম্পাদক, নাটোর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গবার্তা ও অনলাইন পোর্টাল দৈনিক উত্তরপথ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী থাকা কালীন রাবি ছাত্রলীগ ও আবহমান নামক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ছিলেন। সেসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দিয়েছেন এড. এম. মালেক শেখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক