নাটোর প্রেসক্লাবে বাবন সভাপতি এবং নাজমুল সম্পাদক নির্বাচিত

Oct 14, 2023 - 21:01
Oct 16, 2023 - 01:29
 0  190
নাটোর প্রেসক্লাবে বাবন সভাপতি এবং নাজমুল সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাসস ও রাজশাহী বেতারের নাটোর প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ অ্ক্টোবর) দিনব্যাপী নাটোর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্যানেল পদ্ধতিতে ভোটের মাধ্যমে তারা পদ দুটিতে অধিষ্ঠিত হন।

নাটোর প্রেসক্লাবের মোট ৪০জন সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটগ্রহণ শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শামিমা আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচনের অন্যতম কমিশনার এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপথের সম্পাদক এডভোকেট মালেক শেখ।

নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন- সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি শহীদুল হক সরকার (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ কামরুজ্জামান দেলোয়ার (গাজী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার (শেয়ারবিজ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মাসুদ রানা (উত্তর কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য এবিএম মোস্তফা খোকন (জনদেশ), আব্দুস শাকুর মধু (দুরন্ত সংবাদ), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি) এবং গোলাম গাউস (ঢাকা প্রতিদিন)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক