নলডাঙ্গার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের সহায়তা

Apr 23, 2023 - 23:34
Apr 24, 2023 - 09:35
 0  7
নলডাঙ্গার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের সহায়তা

নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে ৩০টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে প্রশাসন। রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। একই সঙ্গে মানবিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার করে টাকা, ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, লবণ ও তেল, শুকনো খাবার এবং শোয়া-বসার জন্য দুইটি করে কম্বল দেন। 

প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সাহায্য পেয়ে আনন্দিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে তারা আশা করছেন, তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে যে পরিমাণ আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন তার ব্যবস্থা করবেন প্রশাসন ও সমাজের বিত্তশালীরা।

উল্লেখ্য, রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এ আগুন লাগে। এতে  নগদ অর্থ, পেঁয়াজ, রসুন, গম, ধান, চাল, টিভি, ফ্রিজ, গবাদি পশু, আসবাবপত্রসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় প্রায় অর্থ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, প্রত্যেক বাড়িতেই পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, রসুন, গম মজুদ ছিল। কারো কারো বাড়িতে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিল যার কোনো চিহ্ন নেই। জমির দলিলসহ টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। এখন তারা সবাই নিঃস্ব। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া কোন উপায় নেই। শুধু পড়নের কাপড়টাই আছে আর সব কিছু শেষ হয়ে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow