নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন
লালপুর (নাটোর) : শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী মিলের তৎকালীন প্রশাসকসহ ৪২ জন বাঙালি কর্মকর্তা ও কর্মচারীদের ব্রাশফায়ার করে নির্মম ভাবে হত্যা করে।
দিনটি উপলক্ষে আজ শুক্রবার সকালে মিল কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত আলোচনা সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলের তৎকালীন প্রশাসক শহীদ লে. আনোয়ারুল আজিমের ছেলে ডা: আনোয়ারুল ইকবাল মিতু,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি ও সাবেক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজর অধ্যক্ষ বাবুল আকতার,আখচাষী নেতা আনছার আলী দুলাল,মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ মমিন প্রমুখ।
What's Your Reaction?