নন্দীগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে। ওই কৃষকের নাম লোকমান আলী (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে কৃষক লোকমান আলী মাঠে ঘাস কাটতে যায়। সেসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, লোকমান আলী মাঠে ঘাস কাটতে যায়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে কানের তালা ফেটে তাঁর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?