নন্দীগ্রামে দইয়ের কারখানা ও ৪টি বাড়ি আগুনে ভস্মীভূত

Aug 23, 2023 - 20:17
Aug 23, 2023 - 22:18
 0  17
নন্দীগ্রামে দইয়ের কারখানা ও ৪টি বাড়ি আগুনে ভস্মীভূত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাংলা দই ঘরের কারখানা ও ৪টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলা দই ঘরের কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীর কারখানা ও বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আংশিক পুড়ে যায় আল-আমিন, মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমানের বাড়ি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্ৰস্থদের আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow