দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ বদলীর দাবিতে সভা

Aug 21, 2023 - 16:06
Aug 21, 2023 - 16:07
 0  181
দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ বদলীর দাবিতে সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড-১ এ কর্মরত দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ সাতক্ষীরা থেকে বদলীর দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আয়োজনে রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।

বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক এস কে, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ। অবৈধ ভাবে উপার্জিত সাতক্ষীরার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে তার স্ত্রী রেখা জামান ও তার নিজ নামে। তার মত একজন মহাদুর্নীতিগ্রস্থ ব্যক্তিকে সাতক্ষীরার মত দূর্যোগ প্রবণ এলাকা থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক