দীর্ঘ ৯ মাস পর পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার শুরু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ মাস ২২ দিন পর দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার শুরু করেছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা হতে। পদ্মা সেতুর সার্ভিস লেন এ মোটরসাইকেলের জন্য একটি টোল বুথ বরাদ্দ থাকলেও অতিরিক্ত চাপ থাকায় দুইটি লেনের দুইটি বুথ এ টোল আদায় করা হচ্ছে।
এর আগে গত বছর ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা হতে সেতু কর্তৃপক্ষ কিছু শর্ত আরোপ করে মোটরসাইকেল পারাপারের অনুমতি দেয়।
মহাসড়কের পাশে মোটরসাইকেল এর জন্য দড়ি দিয়ে আলাদা লেন তৈরি করে দেওয়া হয়েছে। শুরুর দিকে দেড় ঘন্টা মোটরসাইকেলে প্রচণ্ড চাপ থাকলেও সকাল আটটার পর চাপ একেবারেই কমে যায়। দীর্ঘ সাড়ে ৯ মাস পর মোটরসাইকেল নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পারাপার হতে পেরে মোটরসাইকেল আরোহীরা আনন্দিত ও স্বতঃস্ফূর্ত ।
এ দিকে প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল পারাপারের লক্ষ্যমাত্রা থাকলেও দেখা যাচ্ছে তা মিনিটে ৮ থেকে ১০ টি মোটরসাইকেল টোল প্লাজা পারাপার হচ্ছে।
What's Your Reaction?