থানার ভেতর সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিলেন ওসি!
নাটোর সদর থানা পুলিশের সংবাদ সংগ্রহের কাজে থানায় গিয়ে লাঞ্ছিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার ও ক্যামেরাপারসন সজিবুর রহমান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
নাটোর প্রতিবেদক: নাটোরে সংবাদ সংগ্রহের কাজে থানায় গিয়ে লাঞ্ছিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক দেবাশীষ কুমার সরকার ও ক্যামেরাপারসন সজিবুর রহমান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে পেশাগত কর্তব্য পালনে ওই দুই সংবাদকর্মী থানায় গেলে তাদের লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক দেবাশীষ কুমার সরকার জানিয়েছেন, 'নাটোর থানা পুলিশের অপকর্ম বিষয়ে একটি প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসি'র বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠেন। তিনি আমার ব্যক্তিগত মোবাইল ফোন এবং টিভি ক্যামেরা ছিনিয়ে নেয়। ওসি নিজেই ক্যামেরাপারসন সজিবুরের শরীরে বেশ কয়েকবার ধাক্কা দেন। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন এবং ক্যামেরা থানার উপপরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে থানার বাইরে চলে যান।'
পরে বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম থানায় এসে ক্যামেরা ও মোবাইল ফোন ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করেন। ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন 'পুলিশ সুপার মহোদয় সারদায় আইজিপি স্যারের অনুষ্ঠানে আছেন। সেখান থেকে ফিরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
অভিযোগের ব্যাপারে ওসি নাছিম আহমেদ বলেন, 'আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলাম। সাংবাদিক এ সময় সেলিমের বিরুদ্ধে কয়টা মামলা আছে জানতে চান এবং ক্যামেরাম্যান তা রেকর্ড করছিলেন। সেকারণে তাদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই।
ওসি নাছিম আরও বলেন, অফিসে ঢুকেই কথপোকথন রেকর্ড করা তো ঠিক না। আমি তাদের আচরণে দুঃখ পেয়েছি।'
What's Your Reaction?