ঢাকায় এসে পৌঁছেছেন খালেদা জিয়ার ৩ মার্কিন চিকিৎসক

Oct 26, 2023 - 01:23
Oct 26, 2023 - 10:24
 0  172
ঢাকায় এসে পৌঁছেছেন খালেদা জিয়ার ৩ মার্কিন চিকিৎসক

উত্তরপথ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন ৩ মার্কিন চিকিৎসক। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক চ্যানেল 24 গণমাধ্যমকে জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসা করতে শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে তিন জন চিকিৎসক আসবেন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এর অনুমতিও দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন। 

এর আগে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এর পর থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow