ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

Apr 26, 2023 - 20:12
Apr 26, 2023 - 22:13
 0  187
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমারবাহী লরি। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চেলারঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের মধ্যে ময়মনসিংহগামী দুইলেনে চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ভারী ট্রান্সফরমারবাহী লরীর লোড নিতে না পেরে পুরোনো এই ব্রিজটি ভাঙতে পারে বলেও প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছি।’

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, ‘ট্রান্সফরমার বহনকারী একটি লরি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। তবে লরির যে ড্রাইভার তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুটি রাস্তার একটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আরেকটি রাস্তা সচল আছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow