জয়শ্রী মোহন তালুকদার এর কবিতা “সোনামনি”
কবিতা : সোনামনি
কবি : জয়শ্রী মোহন তালুকদার
মনি করে ডাকিস নে মা
আমি আছি দুরে
যাবি নাকি আর কোনদিন
আমায় ঘরে ফেলে।
সকাল হলেই বাবা আমার
ছুটে কর্মস্থলে
মা যায় স্কুলেতে
মাসির কাছে ফেলে।
কইব আমি মনের কথা
বুঝবি আমার ব্যথা
একা থাকার কষ্ট কত
পেয়েছি আমি সেথা।
আগুনেতে পুড়ি যখন
তুই ছিলি না কাছে
সিসি ক্যামেরায় আমার ছবি
দেখবি ঘরের মাঝে।
ওমা তুই থাকবি এখন
কেমন করে বল
আমি আছি দূর আকাশে
তোর চোখেতে জল।
বুকে তুলে নে না মা
থাকতে চাই যে কাছে
আমি হব শুকতারা তোর
দূর আকাশ মাঝে।
শপথ নে মা আমার কাছে
থাকবি আমার পাশে
আসব আমি ফিরে তবে
তোর কোলেরই মাঝে।
What's Your Reaction?