জয়পুরহাটে শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা তুলে দিল ‘ক খ’ ফাউণ্ডেশন

May 14, 2023 - 18:21
May 14, 2023 - 23:22
 0  223
জয়পুরহাটে শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা তুলে দিল ‘ক খ’ ফাউণ্ডেশন

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মে, ২০২৩) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু "ক খ" ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়মা রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লেখার জন্য উপহারস্বরূপ এসব খাতা বিতরণ করেন। 

এদিকে উপহার পেয়ে আনন্দিত আয়মা রসুলপুরের শিশুরা ও তাদের অভিভাবকেরা।

ঢাকা থেকে পরিচালিত অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা “ক খ” ফাউণ্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য উপহারস্বরূপ লেখার খাতাসহ শিক্ষা উপকরণ প্রদান করে থাকেন। 

“ক খ” ফাউণ্ডেশনের সহ-সভাপতি ইকবাল ইব্রাহীম পলাশ জানান, ‘অন্যের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। তাই আমরা বরাবরই দরিদ্র, পথশিশুদের উদ্দেশ্যে লেখা পড়ার কিছু সামগ্রী বিতরণ করে আসছি। আমরা চাই অন্তত তাদের স্কুলে যাবার সময় কয়টা ছেঁড়া বই, ভাঙা পেন্সিল ছাড়াও আরো কিছু থাকুক। তারাও যেন প্রফুল্ল মনে পড়ালেখা করতে পারে।’

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদিক দেশের বিত্তশালী ও মানবপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকলের সহযোগিতা নিয়েই আমরা অধিকার বঞ্চিত শিশুদের জন্য কিছু সামগ্রী উপহার হিসাবে পৌঁছে দিতে পারবো।’ তিনি আরও বলেন, ‘টাকাপয়সা তো আমাদের কম খরচ হয়না, তারমধ্যে না হয় একটু জমা রাখলাম এসব নিষ্পাপ মুখগুলোর জন্য।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক