জেলা প্রশাসক স্পোর্টস্ চ্যাম্পিয়নশীপ-২০২৪ উদ্বোধন

May 16, 2024 - 11:46
May 16, 2024 - 11:47
 0  49
জেলা প্রশাসক স্পোর্টস্ চ্যাম্পিয়নশীপ-২০২৪ উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক, নাটোর: নাটোরে জেলা প্রশাসক স্পোর্টস্ চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল ৮টায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নাছের ভূঁঞা। 

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, এই ১০টি খেলায় ৮টি দলের মধ্যে যে দল সর্বোচ্চসংখ্যক বিজয় পাবে সেই দল জেলা প্রশাসক স্পোর্টস্ চ্যাম্পিয়নশীপ অর্জন করবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, এই টুর্নামেন্টে চারটি গ্রুপে বিভক্ত হয়ে ৭টি উপজেলা এবং ১টি পৌরসভার দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সোহেল রেজাসহ ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, ১৫ দিনব্যাপী এই চ্যাম্পিয়নশীপে ক্রিকেটসহ ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, খো-খো, সেপাক টাকরো, ভলিবল, হ্যান্ডবল, টেনিস ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক