জাবি ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

Apr 20, 2023 - 16:47
Apr 20, 2023 - 18:48
 0  188
জাবি ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় বিশমাইলের কর্মচারী ক্লাবের পেছনের লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৯-৩০ বছর বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটা মরদেহ পাওয়া গেছে। সাড়ে ১০টার দিকে আমরা খোঁজ পেয়েছি। সঙ্গে সঙ্গে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পরে দুপুর দুইটার দিকে আশুলিয়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (সাময়িক দায়িত্ব) তাজউদ্দিন সিকদার বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন বলে জানতে পেরেছি। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।

আশুলিয়া থানা পুলিশের এসআই (তদন্ত কর্মকর্তা) নূর আলম বলেন, ‘মরদেহের গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক