গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নিল মার্কিন পুলিশ
ডেস্ক নিউজ : গ্রেফতার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গ্রেফতার (arrest) করা হল তাঁকে। মার্কিন পুলিশ ট্রাম্পকে হেফাজতে নেওয়ার পর শুনানি শুরু হয়েছে আদালতে।
উল্লেখ্য, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস সংক্রান্ত মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেফতার হলেন। ঘটনাটি ঠিক কী? মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, ২০১৬ সালে ট্রাম্প বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন অ্যাডাল্ট ফিল্ম স্টার স্টর্মি ড্যানিয়েলসকে। কোনও বড়সড় বিষয়ে মুখ বন্ধ রাখতেই পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি।
যদিও এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা অভিযোগ করেছেন যে, প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এমতাবস্থায় নিউ ইয়র্কের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাম্প সমর্থকরা যাতে কোনওভাবেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে না পারেন, সেদিকেও নজর রাখছে প্রশাসন।
২০১৬ সালে ড্যানিয়েলস বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, তাঁর সঙ্গে ট্রাম্পের ২০০৬ সালের যৌন সম্পর্কের কথা। এতেই প্রমাদ গোনেন ট্রাম্প। অভিযোগ, সেইসময় স্টর্মির মুখ বন্ধ রাখার জন্য নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেন ট্রাম্প। এই বিপুল পরিমাণ অর্থ কোহেনের আইনি পারিশ্রমিক হিসেবে নথিভুক্ত করে প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ ওঠে।
সরকারি কৌঁসুলিদের বক্তব্য আর্থিক লেনদেন বিষয়ে এভাবে তথ্য গোপন করা নিউ ইয়র্কে আইনত অপরাধ। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অবশেষে গত বৃহস্পতিবার ঘুষ মামলায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। মামলার একদিন আগেই ৭৬ বছর বয়সি ট্রাম্প আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক চলে এসেছিলেন। তবে শেষরক্ষা হল না।
সূত্র: THE WALL
What's Your Reaction?