গণভবনে তলব করে রাজশাহীর নেতাদের যে বার্তা দিলেন দলীয় প্রধান শেখ হাসিনা 

Mar 30, 2023 - 11:56
Mar 31, 2023 - 04:27
 0  20
গণভবনে তলব করে রাজশাহীর নেতাদের যে বার্তা দিলেন দলীয় প্রধান শেখ হাসিনা 

স্টাফ রিপোর্টার: গণভবনে তলব করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের ঐক্যবদ্ধভাবে দল গোছানোর কাজে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত বুধবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাকে গণভবনে তলব করা হয়।

পরে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ছাড়া অন্য তিন নেতা গণভবনে উপস্থিত হন। সেখানেই তাদের এমন বার্তা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ দারা।

মোবাইল ফোনে এই প্রতিবেদককে দারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশ কিছু দিক-নির্দেশনা ও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “সকলে একসাথে মিলে সঙ্ঘবদ্ধভাবে দল করো। আমি সকলের খবরই জানি। সকলের হিসাব-নিকাশ ও তথ্য আমার কাছে আছে। অতএব, ভোট নিয়ে চিন্তা করোনা, তোমরা দলটি ভালোভাবে করো। দল না থাকলে আমরা কেউ থাকবো না।

সাম্প্রতিক রাজশাহীর আওয়ামী রাজনৈতিক ইস্যুতে দলীয় প্রধান কিছু বলেছেন কিনা জানতে চাইলে আব্দুল ওয়াদুদ বলেন, তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বলেছেন, “তোমার কোন চিন্তা নেই, আমি তোমাকে সম্পাদক করেছি; দায়িত্ব আমার। তোমরা ফিরে গিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে কাজ করো। আমি জেনে খুশি হয়েছি, রাজশাহী জেলা ও মহানগর তোমরা একসাথে মিলিয়ে কাজ করছো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow