“খুনি জিয়ার পকেট থেকে অবৈধভাবে উৎপন্ন হয়েছে ‘বিএনপি” -কাফুরিয়ায় মালেক শেখ
নিজস্ব প্রতিবেদক, নাটোর: “খুনি জিয়ার পকেট থেকে উৎপন্ন হয়েছে একটি জারজ, অবৈধ ও বেআইনি সংগঠন বিএনপি। খুনি জিয়াউর রহমান ক্ষমতার লোভে অন্ধ হয়ে, ক্ষমতার মোহে পতিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বংশ করার অসৎ উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার হত্যা করে। আজকে যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তখন আমরা লক্ষ্য করছি ঐ খুনি জিয়ার পাকিস্তানি প্রেতাত্মারা নির্বাচনকে ঘিরে সারাদেশে নৈরাজ্য, নাশকতা, অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। শুধু এই নির্বাচন নয় বিগত দিনের সকল নির্বাচনকে বানচাল করতে তারা এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই আমাদের সকলকে সচেতন থেকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের দোসর, রাজাকার আলবদরে ভরা বিএনপি-জামাতকে রুখে দিয়ে পুনরায় দেশরত্ন শেখ হাসিনাকে নৌকা প্রতীকে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। তবেই চলমান উন্নয়ন অব্যাহতভাবে চলতে থাকবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে আমরা বঙ্গবন্ধু তাঁর পরিবারসহ দেশপ্রেমিক সকল শহীদদের রক্তের ঋণ শোধ করতে পারবো।” আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার ৬নং কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই শোক সভা ইউনিয়ন কাউন্সিল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি এড. সিরাজুল ইসলাম, সহ:সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ: সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ প্রমুখ।
অনুষ্ঠানে ৬ নং কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন।
What's Your Reaction?