উৎসবমুখর আয়োজনে নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

Mar 17, 2024 - 16:23
Mar 17, 2024 - 16:38
 0  121
উৎসবমুখর আয়োজনে নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে নানান আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর সকাল দশটায় শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান।

আলোচনা শেষে জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারীর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীবৃন্দ বঙ্গবন্ধু বিষয়ক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

তাছাড়াও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইসলামিক ফাউন্ডেশন, নাটোর টেনিস ক্লাব, নাটোর জেলার সকল শিক্ষার প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা, শিশু কিশোরদের টেনিস টুর্নামেন্ট ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সাথে নাটোরের সকল ধর্মীয় উপাসনালয়ে জেলা প্রশাসনের নির্দেশনায় বিশেষ মুনাজাত/প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow