উঠে গেলো ট্রেনে টিকিট কাটার সাপ্তাহিক ও মাসিক লিমিট
কালোবাজারি প্রতিরোধে, এক টিকিটে যদি ৪ জন ভ্রমণ করে তবে উক্ত ৪ জনের NID নম্বর সেই টিকিটে যুক্ত করার প্রক্রিয়া চলমান।
এখন থেকে উঠে গেলো ট্রেনে টিকিট কাটার সাপ্তাহিক/মাসিক লিমিট। অর্থাৎ আপনি চাইলে সপ্তাহে ১০ টা টিকিটও কাটতে পারবেন। নতুন নিয়ম গুলো :
১. একটি আইডি দিয়ে এক দিনে সর্বোচ্চ দুইটি আন্তঃনগর ট্রেনের টিকিট কাঁটা যাবে।
২. একটি আইডি দিয়ে একদিনে একই ট্রেনের সর্বোচ্চ এক বার টিকিট করা যাবে।
৩. একটি আইডি দিয়ে একই স্টেশন থেকে এক বারের বেশি টিকিট করা যাবে না।
৪. একটি আইডি দিয়ে একবারে সর্বোচ্চ চারটি টিকিট করা যাবে।
অর্থাৎ এক স্টেশন থেকে দিনে সর্বোচ্চ একবার টিকিট কাটতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, জয়পুরহাট কাউন্টার থেকে আপনি এক দিনে শুধু মাত্র একটা টিকিট পাবেন জয়পুরহাট থেকে অন্য কোথাও যাওয়ার, কিন্তু সেই টিকিট কাটার পরে আবারও জয়পুরহাট থেকে অন্য কোথাও যাওয়ার টিকিট ঐ একই দিনে আপনি আর আপনার আইডি দিয়ে করতে পাবেন না। কারণ জয়পুরহাট থেকে ঐ দিন আপনি তো উক্ত টিকিট ছাড়া অন্য কোথাও যাবেন না। ফলে উক্ত দিনে আপনি টিকিট কাটার পরে আপনার NID/Number দিয়ে অন্য কেউ আর টিকিটও করতে পারবে না। যা কালোবাজারি নির্মূলের স্বপক্ষে আরো একটি সুন্দর উদ্যোগ।
এছাড়াও কালোবাজারি প্রতিরোধে, এক টিকিটে যদি ৪ জন ভ্রমণ করে তবে উক্ত ৪ জনের NID নম্বর সেই টিকিটে যুক্ত করার প্রক্রিয়া চলমান।
What's Your Reaction?