আ'লীগের শান্তি সমাবেশে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন

Nov 2, 2023 - 14:33
Nov 2, 2023 - 14:40
 0  186
আ'লীগের শান্তি সমাবেশে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন
নাটোর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সঙ্গীত পরিবেশন করছেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নাটোর এর সাধারণ সম্পাদক শিল্পী সৈয়দ মাসুম রেজা। ছবি: দৈনিক উত্তরপথ।

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বঙ্গবন্ধু ও দেশাত্নবোধে উজ্জীবিত সঙ্গীতা পরিবেশন করেন স্থানীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর শিল্পীবৃন্দ। বৃহস্পতিবার ২ নভেম্বর বেলা ১১টা থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশে এই সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়।

দেশব্যাপী বিএনপি-জামায়াত ঘোষিত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি এবং ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে গত ২৯ অক্টোবর থেকে নাটোর শহরের কানাইখালির ঐতিহাসিক পুরাতন বাসস্ট্যাণ্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। সেই মঞ্চেই আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে যুক্ত করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল ইসলাম (পিপি)’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার, সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

অনুষ্ঠানে নূরল দীনের সারাজীবন কবিতটি আবৃত্তি করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সহ-সভাপতি ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম নান্টু এবং আবৃত্তি পরিবেশন করেন আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা পপি। সঙ্গীত পরিবেশন করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সাধারণ সম্পাদক, কণ্ঠশিল্পী সৈয়দ মাসুম রেজা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক ও লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কণ্ঠশিল্পী আরিফ সবুজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর অন্যতম সদস্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম শফিক। এছাড়াও শিল্পীদের সাথে কণ্ঠ মিলিয়েছেন নাটোর পৌরসভার মেয়র ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি উমা চৌধুরী জলি, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নাটোর এর সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ। অনুষ্ঠানে সার্বিকভাবে তবলায় সহযোগিতা করেছেন রঞ্জন শীল।

নাটোরের রাজনীতিতে ব্যতিক্রমী এই আয়োজন দলীয় নেতাকর্মী ছাড়াও শহরের সাধারণ পথচারী ও নাগরিক অনুষ্ঠনটি উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ভীড় জমান। এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান যুক্ত করায় সাধারণ মানুষের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব বলে মনে করনে উপস্থিত নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক