"আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন" -মালেক শেখ
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর সদর উপজেলার আশ্বিনা আমবাগান হাটের জমজমাট একটি চায়ের দোকান। আওয়ামী লীগ নেতা এড. এম. মালেক শেখ সেখানে উপস্থিত আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট হাতে। মালেক শেখ সাধারণ মানুষের উদ্দেশ্যে সালাম ও শুভেচ্ছা জানিয়ে নৌকায় ভোট চান। স্থনীয়রা সমস্বরে বলে ওঠেন "টিকিট পেয়েছেন কী?" এড. মালেক শেখ জবাবে বলেন, "টিকিট যে-ই পাক, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।" মালেক শেখ এর এই কথা শুনে স্থানীয় মুরুব্বীরা তার মাথায় পিঠে হাত বুলিয়ে দোয়া করেন এবং বলেন, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। দলের স্বার্থে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প নেই। সেই সাথে সবাই দোয়া করেন যেন এড. এম. মালেক শেখ এবার মনোনয়ন পান।
এভাবেই মানুষের দোয়া ভালবাসা আর আন্তরিকতার বিনিময়ে দিনের পর দিন প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নৌকায় ভোট চেয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ।
আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর নাটোরের তেবাড়িয়া হাট সংলগ্ন জংলি, আশ্বিনা আমবাগান, সিংগারদহ, মাস্তানের মোড় পীরগঞ্জ ও তৎসংগ্ন এলাকার সাধারণ মানুষের সাথে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন। এলাকার মানুষ মালেক শেখকে কাছে পেয়ে আন্তরিকভাবে আশ্বস্ত করেন যে তারা বরাবরের মতোই এবারও নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুনরায় দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করবে।
What's Your Reaction?