আজ মোহনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাটিনাম জুবিলী-২০২৩

Mar 11, 2023 - 01:20
 0  180
আজ মোহনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাটিনাম জুবিলী-২০২৩

রাজশাহী প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলী)-২৩ আজ ১১ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যায় ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান, উপ-পরিচালক (মাধ্যমিক) রাজশাহী অঞ্চল ড. শারমিন ফেরদৌস চৌধুরী, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমতুজ্-জোহরা, প্লাটিনাম জুবিলী-২৩ উদযাপন কমিটি আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার সরকার।

মোহনপুর সরকারি কলেজ অধ্যক্ষ ও প্লাটিনাম জুবিলি-২০২৩ সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন কবিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতানা শাহিন।  

কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্যে র‌্যালি, জাতীয় ও জুবিলি পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পুষ্পস্তবক, উত্তরীয়, ক্রেস্ট প্রদান, বক্তব্য, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২ হাজার জন সফলভাবে নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

১১ মার্চ শনিবার সকাল সাড়ে ৮ টার মধ্যে নিবন্ধনকারীদের মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্লাটিনাম জুবিলী আয়োজক কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow