অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ : সাংবাদিকের চরিত্রহনন করে হুমকি প্রদান, তীব্র নিন্দা ও প্রতিবাদ      

Mar 24, 2023 - 00:19
Apr 5, 2023 - 10:29
 0  163
অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ : সাংবাদিকের চরিত্রহনন করে হুমকি প্রদান, তীব্র নিন্দা ও প্রতিবাদ      


রাজশাহী প্রতিনিধি : অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে প্রতিবাদের নামে সাংবাদিকের চরিত্রহননের অভিযোগ উঠেছে পশ্চিম রেলওয়ের সরাঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের প্রধান (সিওএস) এস এম রাসেদ ইবনে আকবরের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (২১ মার্চ) বেলা ২টায় সিওএস রাসেদ ইবনে আকবর স্বাক্ষরিত  [email protected] ইমেইল থেকে পাঠানো অনিয়মতান্ত্রিক প্রতিবাদপত্রে প্রাসঙ্গিক বিষয় উল্লেখ না করে সাংবাদিকের বিরুদ্ধে বিষোদাগার ও হুমকির ঈঙ্গিত দেয়া হয়েছে।

জানা যায়,গত কয়েকদিন যাবৎ পশ্চিম রেলের সরাঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম দুর্নীতি ধারাবাহিক সংবাদ প্রকাশ হয় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায়।সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন দপ্তরের এও বেলাল ও একজন ঠিকাদার।সাংবাদিক টাকা না নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখলে বিভিন্ন মাধ্যম থেকে নানাভাবে নানাজনকে দিয়ে হুমকি প্রদান করা হচ্ছে।

এরপর সকল হুমকি উপেক্ষা করে রাজশাহীতে কর্মরত আপোষহীন সাংবাদিকেরা ধারাবাহিকভাবে প্রায় ৪০টি  প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।এতে ক্ষিপ্ত হয়ে উক্ত দপ্তরের অসাধু ঠিকাদার সিন্ডিকেট ও সিওএস তাদের অনিয়ম দুর্নীতি রুখতে সাংবাদিকের চরিত্রহননসহ অশোভনীয় ভাষা ব্যবহার ও নানাভাবে হুমকি প্রদান করছেন।

অনিয়মতান্ত্রিকভাবে লিখিত ও প্রেরিত প্রতিবাদলিপিতে জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিমের চরিত্রহনন করতে নানা কুৎসা রটানো হয়েছে।

এ ঘটনা জানার পর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সেইসাথে ওই প্রতিবাদলিপি প্রত্যাহার করে প্রকাশে ক্ষমা না চাইলে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বৃহত্তর আনন্দোলনে যাবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।

সাংবাদিকের সাথে (ম্যাসেঞ্জারে) কথার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন রেলওয়ে দপ্তরে কর্মরত হিন্দু অফিসাররা ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা “রিসার্চ এন্ড এনালাইসিস উইং ‘র’ এজেন্ট” এর লোক।

প্রসঙ্গত,পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় প্রায় ৭ কোটি টাকার মালামাল ক্রয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি করা হয়েছে।ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ফলাও ভাবে প্রকাশ করা হয়েছে।গত ১৫ জানুয়ারি উক্ত অনিয়ম দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পশ্চিম রেলওয়ে মেডিকেল ও জিএম দপ্তরে অভিযান পরিচালনা করেছেন।

অশোভন ভাষায় হুমকি প্রদান ও অনিয়মতান্ত্রিকভাবে পাঠানো প্রতিবাদের নামে একজন সরকারি কর্মকর্তা সাংবাদিকের ব্যক্তিগত চরিত্রহনন করতে পারেন কি না ?

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদারকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

পরে,তার হোয়াটসঅ্যাপে আবারও এ বিষয়ে জানতে চাইলে তিনি লেখেন, ‘পত্রিকায় অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে এর সংগে যেমন আমি একমত নই,তেমনি প্রতিবাদে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে আমার বিন্দু বিষর্গও ধারণা নাই।সুতরাং এ বিষয়ে আমার পক্ষে সরাসরি মন্তব্য করা সম্ভব নয়।তবে দুই পক্ষই ক্ষুব্ধ এবং কাঁদা ছোড়াছুড়ি করছেন বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow