শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন “টিম পজিটিভ বাংলাদেশ” এর উদ্বোধন

এ সংগঠনে ধনী গরীব তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিবর্গও এসংগঠনে যুক্ত হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। যদি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু'র আদর্শ হৃদয়ে ধারণ করে বাংলাদেশের স্বপক্ষের লোক হয়ে থাকেন এমন যেকোনো ধর্মের,যেকোনো দলের লোক হলেও আমাদের টিম পজিটিভ বাংলাদেশ এর সদস্য হতে পারবেন।

Apr 27, 2023 - 19:53
Apr 28, 2023 - 13:54
 0  190
শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন “টিম পজিটিভ বাংলাদেশ” এর উদ্বোধন

রূপক দত্ত চৌধুরী, মৌলভীবাজার : ভালোকে জড়িয়ে মন্দকে সরিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিম পজিটিভ বাংলাদেশ (TPB) সততা একতা মানবিকতা মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে টিম পজিটিভ বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার শুভ উদ্বোধন হয়েছে।

আজ ২৭শে এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকার সময় উপজেলার রামকৃষ্ণ মিশন রোডে সামাজিক সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রধান অতিথি  কেক কাটার মধ্য দিয়ে টিম পজিটিভ বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনসুরুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ মোহাম্মদ আব্দুলাহ,বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ খালেদ আহমেদ,  শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহব্বায়ক এএফএমএম হিমেল, টিম পজিটিভ বাংলাদেশ সামাজিক সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সদস্য ফারজানা সহিদ তান্নি।

প্রধান অতিথি গোলাম রাব্বী বলেন, টিম পজিটিভ বাংলাদেশ দেশের সাধারণ মানুষের কল্যাণে সব ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে ও করবে। এ সংগঠনের মাধ্যমে আমরা গরীব শিক্ষার্থী, পঙ্গু,অবহেলিত, এতিম  শিশুদের সহযোগিতা করে থাকি। আমরা আজ শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ উপজেলা শাখার উদ্বোধন করেছি। আপনাদের সবার সহযোগিতায় সংগঠন তার মহৎ লক্ষ্য অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবে এটাই হোক সবার প্রত্যাশা। এ সংগঠনে ধনী গরীব তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিবর্গও এসংগঠনে যুক্ত হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। যদি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু'র আদর্শ হৃদয়ে ধারণ করে বাংলাদেশের স্বপক্ষের লোক হয়ে থাকেন এমন যেকোনো ধর্মের,যেকোনো দলের লোক হলেও আমাদের টিম পজিটিভ বাংলাদেশ এর সদস্য হতে পারবেন। আমরা পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি এব্যাপারে আপনাদের পুরো নিশ্চয়তা দিয়ে থাকি। আজকের এ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত বয়োজ্যেষ্ঠ অতিথিবৃন্দদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আলোচনা সভা শেষে বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়। রোপন করা চারা গাছের মধ্যে নিম, বেল, কাঁঠালসহ বিভিন্ন ফলজ,বনজ গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষ রোপন শেষে সংবাদ মাধ্যমকে প্রতিষ্ঠাতা গোলাম রব্বানী বলেন, আজ আমরা বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলায় সামাজিক সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ এর শুভ যাত্রা আরম্ভ হয়েছে। আপনারা জানেন, আমাদের সংগঠনের মূল মন্ত্র হচ্ছে ভালোকে জড়িয়ে, মন্দকে সরিয়ে।  সারাদেশে প্রচন্ড দাবদাহ ও বৈশ্বিক উষ্ণতার কারণে বিগত দিনের তুলনায় বর্তমানে তাপমাত্রা বেড়ে গিয়েছে। আর তাপদাহ থেকে রক্ষা পেতে হলে প্রয়োজন বৃহৎ আাকারে বৃক্ষ রোপন। দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি বা গাছ থাকতে হবে। অথচ আমাদের দেশে বর্তমানে ১৬ভাগ বনভূমি বা গাছ রয়েছে। সে হিসেবে ৯ ভাগ কম রয়েছে। সে জায়গা থেকে আমরা যে যার অবস্থান থেকে অনেক বেশি করে গাছ লাগাতে হবে তাহলেই কেবল আমরা প্রাকৃতিক বিপর্যয় বা বৈশ্বিক উষ্ণতা থেকে বের হয়ে আসতে পারবো। একটি গাছ বড় হতে কমপক্ষে ১০/১৫ বছর সময় লাগে। আর সে গাছ কাটতে সে তুলনায় খুবই অল্প সময় লাগে। আমরা একটি গাছ কাটলে ১০টি গাছ লাগাবো তা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ সবুজে ভরে যাবে। তাই আসুন, আমরা সবাই সবুজে ভরে দিতে বেশী বেশী করে গাছ লাগাই ও অন্যকে লাগাতে উদ্বুদ্ধ করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow