শাকিবের জন্য কেকেআরের দেড় কোটি জলে! বিকল্প পেয়ে গেল শাহরুখের দল

Apr 5, 2023 - 03:00
 0  191
শাকিবের জন্য কেকেআরের দেড় কোটি জলে! বিকল্প পেয়ে গেল শাহরুখের দল


 
উত্তরপথ ব্যুরো : শাকিব আল হাসানের (Shakib al hasan) বিকল্প বিদেশির সন্ধান পেয়ে গেল কেকেআর (KKR)। শাকিব আসতে পারবেন না, তিনি আগেই জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিব ও লিটন দাসকে রিলিজ দেয়নি। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শেষে লিটন কলকাতা দলে যোগ দেবেন।

শাকিব নিজেই হয়তো সরে গিয়েছেন, তেমনটাই জানা গিয়েছে। কারণ শাকিব ফ্রাঞ্চাইজির কাছে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেকেআর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আইপিএলের সব ম্যাচে তিনি থাকলে তাঁকে নেতৃত্ব দেওয়া যেত। শাকিবরা প্রথম পাঁচ ম্যাচে থাকবেন না, জানার পরেই নীতিশ রাণাকে দলের অধিনায়ক করা হয়। এটা ভালভাবে নিতে পারেননি বাংলাদেশের মহাতারকা। তিনি তখনই ঠিক করে নেন, বাংলাদেশ বোর্ড তাঁদের যাওয়ার বিষয়ে সম্মতি দিলেও তিনি নিজে থেকেই সরে যাবেন।

শাকিব না আসায় কেকেআরের দেড় কোটি টাকা জলে চলে গেল। কারণ নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজি চুক্তি বাতিল করলে সেই টাকা ফেরত পাওয়া যায় না। শাকিবের ক্ষেত্রে কেকেআর চুক্তি থেকে সরে এসেছে। শাকিবের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকাকে নিচ্ছে কলকাতা।

শনকা ব্যাটিং ও বোলিং দুটি বিভাগেই দক্ষ। তিনি বিশ্বের ডেথ ওভার বিশেষজ্ঞ বোলার। তাই তাঁকে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শাহরুখের দল। পাশাপাশি অবশ্য লক্ষ্য ছিল, ল্যান্স মরিস ও মেরেদিথও। কিন্তু শনকাই সেরা বিকল্প শাকিবের ক্ষেত্রে।

সূত্র: দ্য ওয়াল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow