লালপুরে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে  শিশু মৃত্যু

May 9, 2023 - 19:17
May 9, 2023 - 19:22
 0  6
লালপুরে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে  শিশু মৃত্যু

লালপুর (নাটোর) : আজ মঙ্গলবার সকালে নাটোরের লালপুরে সড়ক পারাপারের সময় ব্যাটারি চালিত ভ্যান চাকায় পিষ্ট হয়ে মাইশা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর গ্রাম নামকস্থানে এদূর্ঘটনা ঘটে। নিহত মাইশা একই গ্রামের মেবারক হোসেনের মেয়ে।

জানা যায়,সকাল সাড়ে নয়টায় দিকে শিশু মাইশা দৌড়ে বাড়ির পাশের ওই সড়ক পার হচ্ছিল।  এসময় ঈশ্বরদী থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দেয় এবং তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির পরিবার তাকে বাড়িতে ফিরে নিয়ে যায়। 

পরে দুপুর দুইটার দিকে মাইশা পুনারায় অসুস্থ হলে তার পরিবারের সদস্যরা তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। 

এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,এঘটনায়  অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক