রাজশাহীতে লফস এর আয়োজনে ফোকাল গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে আইন ও সালিশ কেন্দ্র এর সহযোগিতায় ফোকাল গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার শহরের রানীবাজারস্থ এসকে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে Impact of UPR at the national Level in Improving Child Rights Situation বিষয়ে এই এফজিডি অনুষ্ঠিত হয়।
আইন ও সালিশ কেন্দ্রের কনসালটেন্ট লুবনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত ফোকাল গ্রুপ ডিসকাশন (এফজিডি) কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনা করেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, বোয়ালিয়া থানার এএসআই গোলাম মোস্তফা, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, রাজশাহী ব্রাক এর ডেপুটি ম্যানেজার সাইদুল ইসলাম, দৈনিক নতুন প্রভাত ও ধুমকেতু নিউজ এর রিপোর্টার জান্নাতুল মাওয়া ও মোঃ আব্দুস সালাম, রানীবাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাহামুদ হোসেন, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, শিক্ষার্থী প্রতিমা চক্রবর্তী ও মেহেদি হাসান।
What's Your Reaction?