যুক্তরাষ্ট্রে ২২ জনকে গুলি করে হত্যা, হামলাকারী সনাক্ত

Oct 26, 2023 - 11:10
 0  195
যুক্তরাষ্ট্রে ২২ জনকে গুলি করে হত্যা, হামলাকারী সনাক্ত

উত্তরপথ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড।

ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল।

বুধবার (২৫ অক্টোবর) রাতে রাজ্যের লুইস্টন শহরের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ এটিকে সক্রিয় ‘শ্যুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। তারা সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করতে দেখা গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, লুইস্টনে বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

ভিডিওতে দেখা যায়, বন্দুকহামলার পর আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন। সিএনএন জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন মানুষ।

সূত্র:আজকের দৈনিক | আন্তর্জাতিক ডেস্ক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow