“যারা এদেশকে পাকিস্তান বানাতে চান তারা পাকিস্তানে চলে যান” -শাহরিয়ার কবির
নাটোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শান্তি ও সম্প্রীতি সমাবেশে লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এ কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক, নাটোর: “যারা এদেশকে পাকিস্তান বানাতে চান, আমরা তো বার বার বলেছি, তারা পাকিস্তানে চলে যান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতমাসেও বলেছেন, ‘পাকিস্তান আমলে আমরা ভাল ছিলাম’। আমরা তাৎক্ষণিকভাবে বলেছি, ভাল যেখানে ছিলেন সেখানে চলে যান।” নাটোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এসব কথা বলেন।
শাহরিয়ার কবির আরও বলেন, ‘‘জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবেনা, হাইকোর্ট বলেছেন জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না। তার কারণ, জামায়াতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। গঠনতন্ত্র অনুযায়ী জামায়াত মুসলিম অমুসলিমের সমান অধিকারে বিশ্বাসী নয়। জামায়াত নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী জনগনই স্বার্বভৌম ক্ষমতার মালিক - আমাদের সংবিধানে এসংক্রান্ত যে ধারা আছে জামায়াত সেটা বিশ্বাস করে না। সেইজন্য মহামান্য হাইকোর্ট বলে দিয়েছে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না, তাই জামায়াতে ইসলামী সংগঠনটির নিবন্ধন বাতিল হয়েছে। আর এই কারণে প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াত বিএনপি’র ওপর সওয়ার হয়েছে। জামায়তকে খুশি করতে বিএনপি এখন বলে বেড়াচ্ছে নির্বাচন হতে দেবে না। দেখুন গণতন্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নেবেন কি না এটা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব দলীয় সিদ্ধান্ত, কিন্তু নির্বাচন বানচাল করবেন? এটা আমরা হতে দেব না।”
আজ রোববার (২২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় নাটোরের মহাপ্রভুর আখড়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর শাখার আয়োজনে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই শ্লোগানকে সামনে রেখে `মুক্তিযুদ্ধের চেতনার অগ্রযাত্রা' শীর্ষক সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নাটোর শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সমাজকর্মী কাজী মুকুল এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, অধ্যক্ষ কামরুজ্জামান ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর শাখার সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম. মালেক শেখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাটোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী এডভোকেট খগেন রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নাটোর এর সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পড়িত অধিকারী নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক পরিতোষ অধিকারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সাধারণ সম্পাদক তামিম সিরাজী, চাঁপাইনবাবগঞ্জ ঘাদানিক এর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ঘাদানিক নাটোর শাখার সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক জালাল উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিগণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নাটোর তথা সারাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোক্রমেই নষ্ট না হয়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারি সেই আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।
What's Your Reaction?