ভারতীয় সহকারী হাই কমিশন প্রতিনিধি দলের শাঁখারী পল্লী পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক, নাটোর: ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহীর সেকেন্ড সেক্রেটারী (দ্বিতীয় সচিব) দীপক কুমার কুইলা নাটোরের বাগাতিপাড়া উপজেলার শাঁখারী পল্লী পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (১৭ মে, ২০২৪) বিকালে উপজেলার জামনগরে শাঁখা শিল্পের সম্ভাবনা নিয়ে এর সাথে যুক্ত কারিগরদের সাথে কথা বলেন তিনি। এ সময় কারিগররা তাদের এ শিল্পের রপ্তানী বাজারের প্রসার ঘটানোর সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু প্রতিবন্ধকতা কথাও তুলে ধরেন।
শাঁখা তৈরির কারখানা পরিদর্শন শেষে স্থানীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক গবেষক শ ম মেহেদী হাসানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এ সময় লালন গীতি পরিবেশন করেন শিল্পী নয়ন হালদার, সাবরিনা শান্তা ও রমা শীল। এছাড়াও মনোসার পালা পরিচালক আব্দুল ও আলিফের পরিবেশনায় বেহুলার পালা পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে মন্দিরের ভক্তবৃন্দের সাথে কুশন বিনিময় করেন ভারতীয় সহকারী হাই কমিশেনের এই প্রতিনিধি।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রের প্রধান শরিফুল আলম, জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা, লালন গবেষক আজিম উদ্দিন, শাঁখারী পল্লী দুর্গা মন্দির কমিটির সভাপতি দেবতোষ সেন, সদস্য চিন্ময় সেন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?