প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিক, ভোটটা নৌকায় দিবেন' -মালেক শেখ
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে একটি বার্তাই পৌছে দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশী এড. এম. মালেক শেখ, বার্তাটি হলো- ''প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন, তিনিই হবেই নৌকার মাঝি। আর তাই আপনারা নৌকায় ভোট দিবেন আর আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।"
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েকমাস হলো দিনরাত পরিশ্রম করে সংসদীয় আসনের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন নাটোর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এড. এম. মালেক শেখ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল থেকে ছাতনী ইউনিয়নের আগদিঘা হাট, আগদিঘা স্কুল পাড়া বাজার, মাঝদিঘা, মির্জাপুর দিঘা বাজার, আখ সেন্টার বাজার, আকবরের মোড় সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ।
এসময় তার সাথে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?