পদ্মায় ধরা পড়ল ১৪ কেজি ওজনের পাঙ্গাস
লালপুর (নাটোর) প্রতিবেদক: ৬ নভেম্বর রবিবার সকালে নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেলের জালে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। সদর বাজারে মাছটি এগারো হাজার দুইশত টাকায় বিক্রয় করা হয়েছে বলে জানা গেছে। তাজা মাছ কিনতে পেরে ক্রেতারাও খুশি।
মাছ বিক্রেতা পানা উল্লাহ ও আসিরুল জানান, লালপুর বাজারের রুস্তম আলীর আড়ত থেকে প্রতি কেজি ৮০০ টাকা দরে একটি পাঙ্গাস মাছ কিনেছি। যার ওজন ১৪ কেজি।
আর জেলে কালু হালদার জানান, পদ্মা নদীতে বড় সাইজের পাঙ্গাস পেয়ে অনেক খুসি হয়েছি এবং মাছটি বিক্রয় করে আর্থিক ভাবে লাভবান হয়েছি।
What's Your Reaction?