নাটোর-৪ উপনির্বাচনে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী

Sep 16, 2023 - 00:59
Sep 16, 2023 - 00:59
 0  22
নাটোর-৪ উপনির্বাচনে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী
নাটোর-৪ উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছবি: দৈনিক উত্তরপথ।

নিজস্ব প্রতিবেদক, নাটোর: আসন্ন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটার দিকে দলের পক্ষ থেকে এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। 

মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাকে মনোনয়ন দেওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। নৌকা প্রতীকে তিনি নিরঙ্কুশ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং সেইসাথে সব বিভেদ ভুলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে নৌকার পক্ষে নির্বাচন করারও আহ্বান জানান। 

উত্তরবঙ্গের বর্ষীয়ান নেতা নাটোর-৪ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন কিনেছিলেন স্থানীয় আওয়ামী লীগের ১৭ নেতা।

নির্বাচন কমিশনের তফসিল মতে উল্লেখ্য, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। আগামীকাল ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক