নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গীতদল গঠনের উদ্যোগ
সাংস্কৃতিক প্রতিবেদক: নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গীতদল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সঙ্গীতদলে যোগ দেয়ার জন্য কণ্ঠপরীক্ষায় অংশ নিতে হবে বলে শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো: আব্দুল রাকিবিল বারী জানিয়েছেন, আগামী ১ এপ্রিল ২০২৩ শনিবার বেলা ১১টায় সঙ্গীতদলে অংশগ্রহনেচ্ছু সঙ্গীতশিল্পীদের কণ্ঠ পরীক্ষা নেয়া হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এরই মধ্যে সবগুলো বিভাগীয় পর্যায়ে সঙ্গীতদল গঠন শেষে এখন জেলা পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই সঙ্গীত দলে ৮ থেকে ৩৫ বছর বয়সী সঙ্গীত শিল্পীরা কণ্ঠ পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
সঙ্গীতদলে অংশগ্রহণকারীদেরকে আগামী ১ এপ্রিল,২০২৩ বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকার অনুরোধ জানান কালচারাল অফিসার রাকিবিল বারী।
What's Your Reaction?