নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গীতদল গঠন

Apr 5, 2023 - 15:18
Apr 5, 2023 - 15:19
 0  117
নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গীতদল গঠন

সাংস্কৃতিক প্রতিবেদক : নাটোরে জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরী সঙ্গীতদল গঠন করা হয়েছে। নাটোরের ৩০ জন্য সঙ্গীতশিল্পী নিয়ে এই দল গঠন করা হয়। আজ বুধবার বেলা ১১টায় সঙ্গীতদলের শিল্পী ও প্রশিক্ষকদের নিয়ে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রাকিবিল বারী।

রাকিবিল বারী সভায় শিল্পীদের উদ্দেশ্যে বলেন, নাটোরের সঙ্গীতাঙ্গনে যেন এই সঙ্গীতদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শিল্পকলা একাডেমির মতো নাটোর শিল্পকলার এই সঙ্গীতদল বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও সাংস্কৃতিক দিবসসমূহে গতানুগতিক ধারার বাইরে কিছু আয়োজন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

উল্লেখ্য, গত ১ এপ্রিল ২০২৩ শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরী সঙ্গীতদল গঠনের জন্য অডিশন আয়োজন করেন। ৮ থেকে ৩৫ বছর বয়সী প্রায় অর্ধশত আগ্রহী সঙ্গীত শিল্পী এই অডিশনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৩০জনকে নির্বাচন করে এই সঙ্গীত দলটি গঠন করা হয়। 

আগামীতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী, বর্ষাবরণ, বিশ্ব সঙ্গীত দিবস ও জাতীয় শোক দিবসসহ বিভিন্ন আয়োজনে এই সঙ্গীতদল অনুষ্ঠান পরিবেশনের জন্য শীঘ্রই প্রস্তুতি শুরু করবে বলেও জানান জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক