নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে চালু হলো এক বছর মেয়াদী গীটার প্রশিক্ষণ কোর্স
এক বছর মেয়াদী কোর্সের জন্য এককালীন আড়াই হাজার(২,৫০০/=) টাকা ফি। সপ্তাহের বুধবার বিকেল সাড়ে তিনটা এবং শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে গীটারের ক্লাস অনুষ্ঠিত হবে
সাংস্কৃতিক প্রতিবেদক: নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চালু করা হলো এক বছর মেয়াদী গীটার প্রশিক্ষণ কোর্স। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবিল বারী জানান, "জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র পরিচালন নীতিমালা অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমী এক বছর মেয়াদী গীটার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী মে মাসের ৩ তারিখ থেকে কোর্সটিতে প্রথম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। গীটার প্রশিক্ষণ নিতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ২ মে ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, এক বছর মেয়াদী কোর্সের জন্য এককালীন আড়াই হাজার(২,৫০০/=) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের বুধবার বিকেল সাড়ে তিনটা এবং শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে গীটারের ক্লাস অনুষ্ঠিত হবে বলেও জানান জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী।
What's Your Reaction?