নাটোর জেলা আ’লীগের নতুন সভাপতিকে বরণ করল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

Oct 4, 2023 - 14:34
Oct 4, 2023 - 14:34
 0  185
নাটোর জেলা আ’লীগের নতুন সভাপতিকে বরণ করল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. সিরাজুল ইসলাম সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, নাটোর জেলা শাখা। বুধবার (৪ অক্টোবর) সকালে এড. সিরাজুল ইসলামের আদালত চেম্বারে উপস্থিত হয়ে তাঁকে বরণে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ। 

এসময় এড. এম মালেক শেখ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতা, অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিনের পাবলিক পসিকিউটরের দায়িত্ব পালন করে আসা আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল ইসলাম নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হওয়ায় জেলা আইনজীবী সমিতি এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিটি সদস্য আজ গর্বিত ও আনন্দিত। এড. সিরাজুল ইসলাম আগামী দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এড. মালেক শেখ। 

এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবু আহসান টগরসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক