নাটোরে র‌্যাবের পৃথক ৩ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯

Mar 16, 2023 - 14:39
Mar 26, 2023 - 02:52
 0  18
নাটোরে র‌্যাবের পৃথক ৩ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ১ জন ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী ও পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৬ জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল সোমবার (১৫ মার্চ ২০২৩) দুপুর ১২.৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম একটি অভিযান পরিচালনা করে, লালপুর থনার মামলা নং- ১০/২৮৭, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০১৮, জিআর-২৮৭/১৮(লাল) এর ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মতলেব আলী (৪০)কে গ্রেফতার করে লালপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার হওয়া মতলেত আলী লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের মৃত ছইমুদ্দিন আলীর ছেলে।

অপর একটি অভিযানে সোমবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন রুস্তুমপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড, ১ টি মোটর সাইকেল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৬৫০/- টাকাসহ আসামী রাজশাহীর চারঘাট উপজেলার মিঞাপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে হৃদয় আলী ওরফে রোমান ইসলাম(১৯) এবং অনুপামপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইসতিয়াক(১৯)কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে।

উপরোক্ত দুটি অভিযানের ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ২৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আরও একটি অভিযানে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে করে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করায় কংশপুরের ইসলাম আলীর ছেলে তারেক রহমান (২০), খগরবাড়ীয়া গ্রামের মৃত আমত আলীর ছেলে উজ্জ্বল আলী (২৫), পুঠিমারী গ্রামের আমির হোসেনের ছেলে আজিজুল হক(২৮), ধুলউরি গ্রামের নায়েব আলীর ছেলে মাসুম আলী(২২), শেরকোল বাজার এলাকার সিরাজ আলীর ছেলে শাহ গোলাপ(২৫) এবং শেরকোল(হারোবাড়ীয়া) গ্রামের বেলাল হোসেনের ছেলে সাগর আলী(২৩)কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। 

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ‘‘আইন” ২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow