নাটোরে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ১৯ নভেম্বর ভোরের দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তি সেনা নামক একটি বাসে আগুন দেয়ার এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত মুক্তি সেনা নামক একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
What's Your Reaction?