নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

Sep 24, 2023 - 23:06
Sep 25, 2023 - 00:06
 0  18
নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

সিংড়া (নাটোর) প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অভি রহমান (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে মোটরসাইকেলে করে সিংড়া থেকে নাটোর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের অপর আরোহী মিম এ দুর্ঘটনায় আহত হয়েছে। 

নিহত অভি উপজেলার শাওইল গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা গেছে। আহত মিম আর অভি একই সাথে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, রোববার রাত পৌনে ৯টার দিকে অভি তার বন্ধু মিমকে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিল। পথে নাটোর বগুড়া-মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা ওভারটেকরত একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের হ্যাণ্ডেলে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল পড়ে গেলে ওভারটেকরত ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভির মৃত্যু হয় এবং তার বন্ধু মিম সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই জনতা ট্রাকটি আটক করে পুলিশী হেফাজতে দিয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow