নাটোরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উদযাপন

Aug 8, 2023 - 19:33
Aug 8, 2023 - 19:39
 0  17
নাটোরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ জেলা ও উপজেলা প্রশাসন উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ জানিয়েছেন, সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে জেলা আওয়ামী লীগ। এরপর বঙ্গমাতা ও জাতির পিতাসহ দেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী সকল আন্দোলন সংগ্রামের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া শেষে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনাদর্শ ও তার জীবনের উল্লেখযোগ্য অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সকল কর্মসূতিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি এড. সিরাজুল ইসলাম, সহ: সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ:সভাপতি চিত্তরঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ, নারী নেত্রী আঞ্জুমান আরা পপিসহ জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃৃবৃন্দ।

অপরদিকে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে দিনটি উপলক্ষে মঙ্গলবার কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ৫০ জন অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রত্যেককে ২ হাজার করে ১লাখ টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন নারীকে ১৪ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন উপজেলায় দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করা হয়েছে। 

লালপুর: লালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাতজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানাসহ সকল দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সিংড়া: সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। মঙ্গলবার দুপুর ১২ টায় চলনবিল হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ। সভায় ৮ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

বাগাতিপাড়া: দিনটি উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলানায়তন হলরুমে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তীতে সেখানেই উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খান, প্রমুখ। এ সময় দুস্থ নারীদের মাঝে ৬ টি সেলাই মেশিন ও ৫০ জন আইজিএ প্রশিক্ষণার্থীদের  মাঝে ১২ হজার টাকা করো মোট ৬ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বিতরণ শেষে বঙ্গমাতার এঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচন সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থা এই কর্মসূচীর আয়োজন করে। এ সময় ছয় জন মহিলাকে সেলাই মেশিন ও পাঁচজন দুস্থ মহিলার মাঝে দুই হাজার করে টাকা বিতরন করা হয়। উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল ইসলাম প্রমূখ। 

উল্লেখ্য, ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow