নাটোরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

Oct 10, 2023 - 16:50
Oct 10, 2023 - 23:50
 0  217
নাটোরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আওতায় এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। আজ (১০ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের দরাপপুর বাজারে (ফজুগঞ্জ) এই আউটলেটটির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ নাটোর শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির রাজশাহী অঞ্চলের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এড. আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সাবেক সদস্য বিজলী আক্তার শেফালী, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান, হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন এবং সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মইনুদ্দীন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, দত্তপাড়া মডেল ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আলতাব হোসেন।

বক্তাগণ সকলকে সুদ মুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর মাধ্যমে সকল প্রকার লেনদেনে উদ্বুদ্ধ করেন এবং গ্রাহকগণকে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর আওতায় আসার আহ্বান জানান।

প্রধান অতিথি মিজানুর রহমান মিজি তার বক্তব্যে বলেন, আজ থেকে ৪০ বছর আগে সুদ মুক্ত ও ঘুষ মুক্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং একসাথে বাংলাদেশে আরও পাঁচটি ব্যাংক যাত্রা শুরু করেছিলো। তার মধ্যে সবগুলো ব্যাংকের যে পজিশন আমাদের ব্যাংক সবগুলো ব্যাংক যোগ করলেও তার চেয়ে বেশি ভালো পজিশনে আছে। তাই কিছু স্বার্থান্বেষী মহল এর অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন। ইসলামী ব্যাংক দেশে অনেক বড় শিল্প কারখানা, বিদ্যুৎ ফ্যাক্টরি, ওষুধ ফ্যাক্টরি থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টে অর্থ বিনিয়োগ করেছে। আমরা বড় বড় ক্ষেত্রেই নয় ইতিমধ্যে দেশে ৩২ হাজার গ্রামে ১৫ লক্ষ নারীকে ক্ষুদ্র ঋণ প্রদান করেছি। শুধু তাই নয় ইসলামী ব্যাংক প্রতিবছর ১০০ কোটি টাকা গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে থাকে। 

মিজানুর রহমান মিজি আরও বলেন, আমরা আইবিএফ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর মাধ্যমে সারা দেশে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। এরই আওতায় আমাদের রাজশাহী সহ সারা দেশে হসপিটাল ও মেডিকেল কলেজ রয়েছে এগুলো থেকে হাজার হাজার কোটি টাকা আমরা আয় করি এবং সকল টাকাই আমরা জনগণের উন্নয়নে ব্যয় করি। 

তিনি বলেন, আজকে এই এজেন্ট ব্যাংকিং সিস্টেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। এর আগে মাত্র ২২ শতাংশ মানুষ ব্যাংকিং আওতায় ছিল, আর প্রধানমন্ত্রী ২০১৬-১৭ সালের দিকে যখন এজেন্ট ব্যাংকিং সিস্টেম চালু করেন তখন থেকে অদ্যাবধি প্রায় ৪৬ শতাংশ মানুষ ব্যাংকিং আওতাভুক্ত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ সরকারে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত এবং লাইসেন্স প্রাপ্ত। 

এখানে গ্রাহকের একটি টাকাও অনিরাপদে থাকে না দাবী করে তিনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিরাপদে ইসলামী ব্যাংকে লেনদেন করার আহ্বান জানান উপস্থিত গ্রাহক ও অতিথিবৃন্দের কাছে।

অনুষ্ঠানে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ এর প্রধান স্বত্বাধিকারী তারিক হাসান এলাকার সকলকে দল মত নির্বিশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর দরাপপুর বাজার এজেন্ট আউটলেটের মাধ্যমে সকল প্রকার লেনদেনের আহ্বান জানান এবং একই সাথে সকলের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক