নবজাতকের মৃত্যুর পরদিন মায়ের মৃত্যু!

Dec 12, 2023 - 23:35
Dec 12, 2023 - 23:36
 0  133
নবজাতকের মৃত্যুর পরদিন মায়ের মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হওয়ার চারদিন পর মারা গেছেন গৃহবধু উর্মি বেগম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উর্মি বেগম উপজেলার বাটিকামারি (হাজীপাড়া) গ্রামের কৃষক রুবেল হোসেনের স্ত্রী। 

বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধু উর্মি বেগম অগ্নিদগ্ধের সময় সাড়ে নয় মাসের অন্ত:সত্ত্বা ছিলেন এবং সোমবার (১১ ডিসেম্বর) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের কিছু সময় পর নবজাতকটি মারা যায়। পরে নবজাতকের মরদেহ বাড়িতে এনে সোমবার রাতেই দাফন করা হয়। এরপর পরই সোমবার দিবাগত ভোর রাতে মারা যান উর্মি বেগম। প্রায় ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার রাত আটার দিকে দাফন করা হয় নবজাতকের মা উর্মির মরদেহ। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে রান্না ঘরে খড়ির চুলায় আগুন জ্বালিয়ে রান্না করার একপর্যায়ে তার পরিধেয় কাপড়ে আগুন লেগে তা শরীরে লেগে যায়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে উর্মিকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। এর আগে তিনি সোমবার একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই কন্যা সন্তানটিও সোমবার মারা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow