নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান দুলালের ঈদ উপহার বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে দলীয় কার্যালয় হতে তিনি ঈদ উপহার হিসেবে দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি ও গেঞ্জি বিতরণ করেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সাত্তার, আবু রায়হান, আব্দুল কুদ্দুস, এনামুল হক, রইছ উদ্দিন, আব্দুল মান্নান, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর ও যুবলীগ নেতা সন্তোষ কুমার সরকার প্রমুখ।
এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করেন।
What's Your Reaction?