নন্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নন্দীগ্রাম ইউনিয়নের মোট ৮৩০ জন টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা।
এ বিষয়ে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য ক্রয় করে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে।
What's Your Reaction?