নন্দীগ্রামে গাঁজা, গাঁজার গাছ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Aug 26, 2023 - 11:23
Aug 26, 2023 - 22:23
 0  7
নন্দীগ্রামে গাঁজা, গাঁজার গাছ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা, ১টি গাঁজার গাছ ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়ায় অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগাছা উপজেলার জগজীবন গ্রামের মৃত শাহার আলীর ছেলে জিয়াউর রহমান (৪৩) ও আদম ঢিংপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে নাজমুল ইসলাম (২২) কে ৬টি পোটলায় মোট ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। থানা পুলিশ জানান, বিভিন্ন জেলায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

অপরদিকে একইদিনে থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গুচ্ছগ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১টি গাঁজার গাছসহ মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করে। এছাড়াও থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিজরুল বাজারে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজরুল হাটখোলা পাড়ার শাহাদত হোসেনের ছেলে আব্দুল মোমিন (২০) কে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার বিকেলে থানা পুলিশ আসামিদের আদালতে প্রেরণ করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow